পায়ের তলায় মারছে পিষে
মুখে দিয়ে ওঠে রক্ত
প্রতিবাদ যদি করবে তুমি
মেরুদণ্ড করো শক্ত।


পালিয়ে গেলে চলবে না আর
করবে না মাথা নত
চোখের ভাষায় দাও বুঝিয়ে
ক্ষমতা আছে যত।


এক হয়েছে গরীব মানুষ
অধিকার নাও কেড়ে
এক ইঞ্চি জমিও নয়
দেবো না কিছুই ছেড়ে।


ঈশ্বর প্রভু দেখো চেয়ে
রইবে নীরব তুমি
গরীব মানুষ লড়াই জানে
ছাড়বে না নিজ ভূমি।


পিঠে এখনও চাবুকের দাগ
অনেক করেছি সহ্য
আদায় মোরা করবো নিজেরাই
ভেবো না থাকবে উহ্য!


   *******


রচনাকাল – ২৬/০৬/২০২১