প্রকৃতির কোলে শুয়ে আছে মানুষ
হিম পড়ছে তবুও পরোয়া নেই
খরচের খাতায় লেখা আছে ওদের নাম।


পায়ে বেড়ি পরিয়ে দিয়েছে ঈশ্বর
হড়পা বানে ভেসে গেছে হৃদয়ের উপত্যকা
রাত গভীরে হলেও ঘুম আসে না।


ঠাণ্ডায় ভয় পায় না, ভয় শুধু ভুখা পেট নিয়ে
রাতের পর রাত কেটে যায় সময়ের চালচিত্রটার কোনো পরিবর্তন নেই
হেমন্তের রোদ্দুর হামাগুড়ি দেয় গরীবের উঠোনে।


সীমান্তের ধারে দাঁড়িয়ে আছে পোয়াতি বিকেল
সাঁঝের প্রদীপ হাতে অভুক্ত জননীর দেবতা প্রণাম
গরীবের ঈশ্বর নিষ্ঠা আজও দেবতার হৃদয় গলাতে পারেনি।


দেবতা নিষ্ঠুর নাকি মানুষ -
পায়ে পায়ে হেঁটে চলেছে অন্ধকার ইতিহাস
আজও একটুও বদলাইনি গরীব মানুষের চালচিত্র।


           ********


০৯|১১|২০২২