পাগল কবি ছন্দ খোঁজে
ছন্দ কোথায় পাই
নীলাকাশ জানে মেঘের ঠিকানা
বৃষ্টির দেখা নাই!


ছন্দ হারিয়ে পাগল কবিরা
রাত্তির গিলে খায়
জোনাকির দল হাসাহাসি করে
কবিরা ছন্দ পায়!


লক্ষ তারা মিটিমিটি জ্বলে
কবিরা নিদ্রা হারা
ছন্দের সাথে ছন্দ মিলিয়ে
শব্দেরা দিশেহারা!


ভোরের আকাশ হয়েছে নিলাম
এসেছে মেঘের দল
পাগল কবিরা বৃষ্টি ছন্দে
পেয়েছে কলমে বল!


কাগজ কলম ভিজছে ভিজুক
ভিজছে পাগল কবি
সবার উপরে আছেন মাথায়
মোদের বিশ্ব কবি!


   ****