রামু দামু ভোলা মদন
বন্ধু তারা চার
সকাল সাঁঝে আড্ডা মারে
নদী পুকুর ধার।


নৃপেন খুড়োর আমের বাগান
পায়না মোটেও আম
চুরি করে খাচ্ছে ক’জন
কবে পাবে দাম!


তাদের জ্বালায় অতিষ্ঠ সব
পাড়ার যত লোক
গাছের দিকে তাকিয়ে খুড়োর
কেঁদেই করে শোক।


লেখাপড়ায় নেই তো ইচ্ছা
দুষ্ট মতিতে ভরা
শসার বাগান হচ্ছে ফাঁকা
যেন মরুর খরা।


গালি গালাজ করে সবাই
নেইকো তাদের লাজ
পড়ার কথা বললে বলে
আছে অনেক কাজ।


ওদের গাঁয়ে লাগল মড়ক
সবাই পেল ভয়
দিন রাত্তির সেবা করে
সবার মনকে করলো জয়।


     ****


রচনাকাল – ০৩/০৯/২০২০