আমি নষ্ট বাতাসের হাত ধরে হেঁটেছি অনেকটা সময়
মনের কোণে লুকিয়ে আছে গোপন এক হাহাকার –
বিষণ্ণ রোদে গলে যাচ্ছে স্বপ্নের শৌখিন ইমারত।


আকাশটাকে হাতের মুঠোয় ধরতে চেয়েছি বারবার
কৃত্রিম উপগ্রহগুলো ছুটছে দুরন্ত গতিতে –
চোখের পলক ফেলতে না ফেলতেই নিমেষে উধাও।


মনুষ্যত্বের ছাড়পত্র নিয়ে ঘুরে বেড়িয়েছি সারা পৃথিবী
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো মেঘের আড়াল থেকে উঁকি দেয়
পিঁপড়ের ডানার মধ্যে লুকিয়ে আছে আগুণের অঙ্গীকার।


সওদাগরের মত জলে ভাসিয়েছি জীবনের মূল্যবান সময়
তবু কেউ কখনও দেয়নি বেঁচে থাকবার ছাড়পত্র -
পুরনো মন্দিরের দেবতার মত সবাই করেছে অবহেলা।


পাখির ডানায় আজ খেলা করে রোদ্দুরের ঝলক
গোধূলির শেষ আলোতে মিশে আছে স্বপ্নভঙ্গের খেলা
শরতের কাশফুলগুলো ছাড়পত্র পেয়েছে প্রকৃতির নিজস্ব নিয়মে।


           *********