ছদ্ম অভিমান হৃদয়ে না রেখে
উড়ে বেড়াও প্রজাপতির মত ...
বুকের কার্নিশে দোপাট্টা রেখো
হারিয়ে ফেলো না আনমনে।


শরীরের গোপনে জমে থাকা ছত্রাকে
শ্যাওলার কলতান ...
দুঃখ সুখেও হাসি ভরা মুখ
সরল গ্রাম্য অকপট চাউনি।


জানালার বাইরে চুপচাপ বসে
একদল উত্তুরে শীতল বাতাস
কিশোরীর নূপুরে মগ্ন দুপুর
ঠোঁটে লেগে চিলেকোঠার রোদ্দুর।


অভিমান বড় লাজুক ...
মুখ ফুটে বলতে পারে না ভালোবাসার কথা
চোরা হাসিতে ফালাফালা হয়ে যায়
অন্তর বাহির হৃদয়ের অলি গলি।।


        *****