চিচিং ফাঁক চিচিং ফাঁক বললেই কী গুহায় দরজা খুলে যায়
আলিবাবা ছাড়া কে আনবে হীরা মানিক মুক্তো -
লোভী কাসেমরা তো চিরকালই মরে গুহায় মধ্যে।


সভ্য মানুষরা লোভেই মরবে এটাই চিরকাল সত্য
আলিবাবার মতো ক'জন আছে সহজ সরল মানুষ
সারা জীবন যারা অল্পেই সন্তুষ্ট থাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে।


একটু একটু করে মেঘ জমছে মাথার উপর
মানুষ ভুলে যাচ্ছে তাদের মুক্তির পথ কোথায়
লোভের মানচিত্রে নিজের বিকলাঙ্গ অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছে।


চিচিং ফাঁকের মন্ত্র ভুলে গেলেই গুহায় মধ্যে মরণ অনিবার্য
সারা পৃথিবী জুড়ে কাসেম মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে
শান্ত প্রকৃতির বুক চিরে দেখতে চাইছে কোথায় আছে গোপন সম্পদ!


গোধূলির ম্লান আলোয় লোভী শয়তানদের ছায়া ক্রমশ ঝাপসা হচ্ছে
বন্ধ্যা সময়ের বুকে ছুরি মেরে তছনছ করছে কাসেমের দল
সভ্যতার মিছিলে সুসভ্য মানুষ কবে বুঝবে নিজেদের অধিকার।


         *******


রচনাকাল - ০১/০৪/২০২১