কবিতা  -  সাঁঝবাতি
********************


হয়তো আসবে সুদিন সেই আশায় তাকিয়ে
কাঁদতে ভুলে গেছি, বাঁচতে হবে  -
নতুন ভাবে নতুন আশায় বাঁচতে হবে।


ভোরের আকাশে এতো মায়াময় শোভা আগে দেখিনি
জীবনের রঙ বদলাচ্ছে আলতো ভাবে
আবার আগের মতো ছন্দে ফিরবে জীবন।


পাখির ডানায় এসে পড়বে সোনালী রোদ্দুরের ছোঁয়া
সব্বার মুখে থাকবে অমলিন হাসির জ্যোৎস্না
ভুলে যাবে সব দুঃখ ব্যথা অভিমান।


ভালোবাসা বেঁচে উঠবে গাছ, পাখি, মানুষের মধ্যেও
ভিজতে ভিজতে দুটো শরীর মিশে হবে একাকার
সাঁঝবাতির আলোয় ভোরে উঠবে প্রতিটি গৃহকোণ।


রূপকথার গল্প নয়, বাঁচবো সবাই মানুষের মতো
মাথা উঁচু করে গাইবো জীবনের গান
প্রতিটি ঘরে ঘরে জ্বলবে আজীবন সাঁঝবাতির আলো।


              **********


রচনাকাল  -  ৩০|০৫|২০২০



কবিতা  -  ছোটো জাত
**********************


গন্ধহীন ফুলগুলো রাস্তার দুপাশে হাওয়ায় দুলছে
দেবতার পুজোতে লাগে না এ ফুল
রঙিন বাহারি ফুলগুলো কী অপূর্ব শোভা দেয়।


মনুষ্য জাতির মতো ফুলেরও যেন শ্রেণী ভেদ আছে
অচ্ছুৎ নারীদের যেমন মন্দিরে প্রবেশ নিষেধ
আমাদের তথাকথিত সভ্য সমাজ বলে 'ছোটো জাত'!


মানুষের জাত নিয়ে কেন এতো বাড়াবাড়ি
কিন্তু রক্ত দানের বেলায় জাত দেখা হয় না তো
রক্তের কোথাও লেখা থাকে না ছোটো জাত, বড়ো জাত।


উচু জাত ও বাঁচার তাগিদে রক্ত নিচ্ছে ছোটো জাতের
কই তখন তো কেউ জাতের প্রশ্ন তোলে না
আসলে মানুষই তৈরি করে এই জাতপাতের খেলা।


ফুলের মধ্যেও জাত ভাগ করে দিয়েছে মানুষ
এ ফুল পুজোয় লাগে, ও ফুল পুজোয় লাগে না
একবিংশ শতাব্দীতেও জাতপাতের বিভাজন এখনও চলেছে, চলবে ...


             *********


রচনাকাল  -  ০৯|০৬|২০২০