ভরা কোটালের জলে দুকুল ছাপায় নদী
ভাঙা চাঁদ আর কতক্ষণ জেগে থাকবে আকাশে
রসাতলে যাক স্বপ্নহীন জীবনের অতীত অধ্যায়।


বসন্তের ছোঁয়ায় জীবন বদলে যায় -
পাখির ঠোঁটে ঝরে পড়ছে স্বপ্ন হীনতার কান্না
মানুষ ভুলে গেছে ভেজা কান্নার উপনদী পথ।


ঘন কুয়াশার মধ্যে লুকিয়ে থাকে মানুষের স্বপ্নের নদী
নদী খুঁজতে খুঁজতে জীবন থেকে হারিয়ে যায় নদীর স্রোত
মরা নদীতে শুয়ে আছে অসংখ্য স্বপ্নবাজ মানুষ যারা সারা জীবন স্বপ্ন ফেরি করে।


চিলেকোঠায় আজও খেলা করে  বসন্তের রোদ্দুর
ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে এই রোদ্দুরের সাথে শৈশবের রোদ্দুরের তফাৎ কোথায়
চিলেকোঠায় দেখা স্বপ্নগুলো আজ কেমন ভঙ্গুর মনে হয়।


              ******


রচনাকাল  - ২৮/০২/২০২২