ঈগল পাখির ঠোঁটে চুমু দিচ্ছে বিকেলের রোদ্দুর
খড়কুটো জীবন থেকে আলোয় ফিরতে চায় সব্বাই
মাটির সাথে মিশে গেছে মানুষের আর্তনাদ।


নদীর বুকে জমছে শ্যাওলার গভীর আস্তরণ
জলের স্রোতের অট্টহাসি শুনতে পায় না কেউই
মানুষের জীবনও শ্যাওলায় জড়িয়ে গেছে অন্ধকূপের মতো।


ঈগলের ডানা ছেঁটে দিয়েছে সভ্য মানুষ
মুক্ত আকাশের বুকে পাখিদের কলরব পছন্দ করে না
দম্ভ দেখিয়ে নিজেদের মরণফাঁদ পাতছে বোকা মানুষ।


প্রকৃতির পিপাসা মেটাতে পারে কী অ-শিক্ষিতরা
ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঝলসে যাওয়া সময়
বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, দম নিতে বড্ড কষ্ট ...


রামধনুর সাত রঙ ক্রমশ বদলে গোধূলির ধূসর রঙ নিচ্ছে
শ্যাওলার গভীরে লুকিয়ে আছে একমুঠো কান্না কাব্য
ছক ভাঙা জীবন চায় না কোনো মানুষই, সত্যি জীবনের গান গাইতে চায় সব্বাই।


             *********


রচনাকাল - ২০/০৫/২০২১