বুকের পাঁজরে গোপন রাত্রি ফিসফাস কথা কয়
নাম হীন সেই সোহাগ চিঠি এনেছে নতুন ভয়।


ঝর্নার জলে উষ্ণ পরশ উলঙ্গ শরীর হাসে -
ইচ্ছে নদীর জল শুকিয়ে ঝর্নার জলে ভাসে।


কাশ ফুল জানে গোপন চিঠিতে একটা ঝড় উঠবে
ভালোবাসা আজ গাঙচিল হয়ে মরমেই সে মরবে।


একটু সুখ একটু সোহাগ একটু কাছে চাওয়া -
অভিমানী মন আনমনে বলে ওটাই পরম পাওয়া।


চোখের কাজল শিউলি সকাল পুবের আকাশ লাল
শরীরের ভাষা হয় না গোপন কাজলই হল কাল।।


             ********