নরম রোদ হিমেল হাওয়া
   তুফান খুশীর ঢেউ
     শিউলি ফুল ঝরা পাতা
        মন ছুঁয়েছে কেউ।


ছুটছে মন ছুটছে মেঘ
    ছুটছে সোহাগ নদী
       চোখের তারায় একটা আকাশ
          বৃষ্টি নামে যদি।


সবুজ ঘাস শিশির ভেজা
    হৃদয়ে ফাগুন হাওয়া
      ধূসর পাখির ডানায় আছে
        ওড়ার পরম পাওয়া।


বুকের আগুন নরম বিকেল
    ওষ্ঠ ছোঁয়ার সুখ
       সুগন্ধি শরীর পুড়ছে রাত
          ভুলেছি সব দুখ।


চাঁদের আলো মগ্ন ভোর
   মুগ্ধ সুখের খেলা
      বিরল ফুল স্বপন নদী
         ঢেউ ভাঙছে বেলা।।


         ****