ছড়া কবিতা  -  ছুটি ছুটি
*****************


পড়াশোনা উঠলো লাটে এখন শুধুই ছুটি
অলস সময় কাটছে না আর দুবেলা জোটেনা রুটি।


বইয়ের পড়া ঘুমিয়ে আছে ছুটছে ঘড়ির কাঁটা
পড়তে বসার মন লাগেনা কপালটা যে ফাটা।


অঙ্ক ইংরাজী সবই কঠিন সহজও নয় বিজ্ঞান
খাতা কলম আছে সুখে বই খুললেই অজ্ঞান।


স্কুল খুললে আছে বিপদ পিঠে পড়বে বাড়ি
পড়ছে ধুলো বই খাতাতে এখন পড়ায় আড়ি!


বোশেখ দুপুর ঘুম আসেনা আম গাছেতে চড়া
ছুটির মজা নিচ্ছে সবাই কাটছি মুখে ছড়া।


ছয়টি ঋতু এমনি করেই কাটলে কেমন হয়
স্কুলে যেতে কষ্ট যতো লাগছে মনে ভয়।


                **********
রচনাকাল  -  ২২/০৪/২০২০


কবিতা  - আকাশের মুখ ভার
*********************


বোশেখ দুপুর মুখ লুকিয়ে
ফেলছে চোখের জল
আকাশ এমন আঁধার কেন
এসেছে মেঘের দল।


থমকে দাঁড়িয়ে গাছের পাতা
দেখছে মেঘের খেলা
মনের নদীতে আসবে জোয়ার
ফাগুন দিয়েছে দোলা।


চেনা সময় মুখ ফিরিয়ে
ভুলেছে বোশেখ দিন
শিমুল পলাশ সোহাগ ভুলে
মেটাবে তাদের ঋণ!


ফুলের সুবাস হচ্ছে মলিন
আকাশের মুখ ভার
সুখের নদী বলছে ডেকে
খোলো হৃদয় দ্বার।


প্রভাত আলোয় ডাকছে কোকিল
বৃষ্টি আসার পালা
দখিনা হাওয়ায় সুর উঠেছে
প্রকৃতির বড় জ্বালা।


          ********
তারিখ  - ২০/০৪/২০২০


কবিতা  - কালবৈশাখী
*****************


ঈশান কোণে মারছে উঁকি
দুষ্টু মেঘের দল
কালবৈশাখী গুমরে মরে
করছে নানান ছল।


বোশেখ বিকেল হঠাৎ হাজির
দমকা ঝড়ের হাওয়া
সারা আকাশ হল আঁধার
ভুলেছে সকল চাওয়া।


ঝড়ের খেলা হল শুরু
ভাঙছে মাটির বাড়ি
কালবৈশাখী তাণ্ডবে আজ
কেমনে চড়বে হাঁড়ি।


হাসি মুখ শুকিয়ে গেছে
ঝড়ের সাথে বৃষ্টি
বিকেল আলোতে আঁধার জীবন
আবার হবে কী সৃষ্টি।


গাছের ফল পড়ছে ঝরে
ভাঙছে গাছের ডাল
এক নিমেষে খুশি তছনছ
উড়লো ঘরের চাল।


কালবৈশাখী আসবে যাবে
সুখ যে হবে চুরি
কান্না ব্যথা লুকিয়ে রেখে
কাকে আপন করি!


        *******
রচনাকাল - ২১/০৪/২০২০