তোমরা কেউ খুঁজে দেবে আমার খুশির অধিকার
পাণ্ডুলিপির ধূসর স্বপ্নগুলো ঝাপসা হয়ে আসছে
গভীর দীর্ঘশ্বাস বুকে লুকিয়ে আছে অনন্তকাল ...


খাঁচা বন্দী পাখির মত ছটফট করি একটু মুক্তির জন্যে
পা  টিপে টিপে হেঁটে যায় মানুষের অসুস্থ কঙ্কাল
মরা চাঁদ ডুবে গেলে চুপ করে বসে থাকি বেওয়ারিশ লাশের মত।


ছোট্ট জীবন হামাগুড়ি দেয় অলীক সেতুর  মাঝে
ঠোঁটের বেড়াজালে আবদ্ধ হয়ে আছে পুরুষের সঙ্গম
দুঃখ ভুলে কষ্টের হিমেল বাতাসে উড়ে বেড়ায় অলিখিত কান্না।


উত্তর মেরু অঞ্চলে এখন শুণ্য ডিগ্রি তাপমাত্রা
বরফের মধ্যে ডুবে যাচ্ছে শরীরের অজানা  বর্ণমালা
নিঃশব্দে চুরি হয়ে যায় মানুষের ছোট্ট জীবন।


খুশির আবেশে ধূসর গোধূলির কালো ছায়া
ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় মানুষের অসুস্থ হৃদয়ও
বেঁচে থাকার জন্যে একটু উষ্ণতা চাই আজীবন।


            *********


রচনাকাল - ০৪/০১/২০২১