হাঁটুতে মুখ গুজে বসে বিকেলের মরা রোদ্দুর
আকাশে ধীরে ধীরে জমছে আষাঢ়ের মেঘ
মৌসুমি বায়ুর গোঁয়ারতুমির জন্যে থমকে বৃষ্টি!


মৌসুমি অক্ষরেখা বলছে তোমরা তো করোনি কোন চুক্তিপত্র
যে আমাকে ঠিক সময়ে আসতেই হবে ...
অবাক কান্ড, প্রকৃতিও বোঝাপড়া চাইছে মানুষের কাছে!


মানুষের জীবনে চুক্তিপত্রের মূল্য অনেক
বিয়ে হোক বা সম্পত্তি, সবেতেই চুক্তিপত্র –
পোষালে টিকবে বিয়ে নচেৎ চুক্তিপত্রে সই করলেই আলাদা!


হায় রে জীবন, চুক্তি ছাড়া কী জীবন অচল
ভালোবাসার সৌরভ শেষ হতে না হতেই রঙিন জীবন ফিকে
চোখের কাজল মুছে যাবার আগেই হৃদয় রঙহীন!


প্রকৃতির কী দোষ তারাও চাইতেই পারে বৃষ্টি হবার চুক্তিপত্র
মানুষ যদি চুক্তির বিনিময়ে ভালোবাসা কেনাবেচা করতে পারে
প্রকৃতি কেন চাইবে না এমন অলৌকিক চুক্তিপত্র!


        *********