বারো মাসে তেরো পার্বণ
চৈত্র সেলে নেই যে শরম
ফাগুন হাওয়ায় উঠছে গরম
সস্তা দামে হরেক রকম।


ছুটছে মানুষ পাগল পারা
ফুটপাত আর শপিং বাজার
চৈত্র মাস রাত্রি জাগে
মধ্য রাতেও পোশাক হাজার।


জায়গা নেই পোশাক রাখার
আলমারিতে পোশাক ভরা
তবুও চাই সস্তা পোশাক
হাতের মুঠোয় বিশ্ব ধরা!


খোলা গায়ে খেলছে শিশু
হাসছে তারা অট্টহাসি
ছেঁড়া শাড়িতে লজ্জা ঢাকা
তাদের খাবার সবই বাসি।


চৈত্র সেলের সস্তা জিনিস
শিশুর জামা কিংবা শাড়ি
সবাই মিলে বাড়াই হাত
লজ্জা বাঁচাক বস্তি বাড়ি।।


     ******