ছড়াক্কা – অভাব
*************


শ্রাবণ মাসে বৃষ্টি কোথায় ধুঁকছে চাষের মাঠ
কৃষক জানে কান্না কথা
হৃদয় জুড়ে করছে ব্যথা
ঠিক সময়ে হলে বৃষ্টি
তবেই হবে নতুন সৃষ্টি
নইলে অভাব ঢুকবে ঘরে ফুরাবে সকল পাঠ!


      *******


ছড়াক্কা – দাহ
***********


পাখির ডানায় মরা রোদ্দুর মানুষ তবুও হাসে
জীবন মৃত্যুর নেই পরোয়া
রাস্তা বাজার সব ঘরোয়া
বিপদ এসে ঢুকবে ঘরে
আসবেনা কেউ তোমার দ্বারে
দাহ করার কোথায় লোক পাবেনা কেউকে পাশে।

    ******


রচনাকাল - ৩১/০৭/২০২০