আমি দলিত মেয়ে
লজ্জা বস্ত্র ধরে টান মেরো না
তোমাদের ঘরেও আমার মত কেউ –
পৃথিবী সুদ্ধু লোক জানে আমরা ছোট জাত।


তবুও বলছি আমার লজ্জা আছে
আমি মেয়ে, আমি কিশোরী
আমি এক নারী।


বেঁচে থাকার অধিকারটুকু কেড়ো না
আইনে বিচার নেই
অন্ধ আইন –
আমি তো দলিত
আমায় নিয়ে বিচার শুধুই প্রহসন!


সারা দেশ আমার জন্যে উত্তাল
জীবনের দাম কতটুকু –
দলিত মেয়ের জন্যে মোমবাতি মিছিল।


একবিংশ শতাব্দী হাসছে
সভ্য দেশের অ-সভ্য মানুষ
নারীকে নষ্ট করতে খুব মজা, তাই না!


দলিতদের বিচার হয় না
দলিত কেন, সারা দেশে কজন মেয়ে
ন্যায় বিচার পেয়েছে, বলতে পারেন???
নীরব সমাজ, নীরব আইন!!


     *****