ভাঙা জানালায় অস্থির মন
অতীতটা ফিরে দেখি
বিষণ্ণ আকাশে বেদনার মেঘ
তবুও কাব্য লিখি।


সাহারা মরুতে তৃষ্ণার্ত পথিক
খুঁজে ফেরে মরূদ্যান
দিশেহারা হয়ে ছটফট করে
ওষ্ঠ শুকিয়ে ম্লান।


বুকের পাঁজরে কান্না কথা
হৃদয় জানালা ফাঁকা
দেখছে ব্যথা দরদী পাথর
দুঃস্বপ্ন চোখে আঁকা।


যমুনার জল যায় শুকিয়ে
হয়েছি বড়ই ক্লান্ত
ফিকে রোদ্দুর হামাগুড়ি দেয়
জীবন যেন উদভ্রান্ত।


আকাশ ভেঙে পড়বে মাথায়
ভাবিনা এমন কথা
জীবনের যত দুঃখ কান্না
সইবো সকল ব্যথা!  


   ****


রচনাকাল - ০৮/০৭/২০২০