আকাশ জুড়ে খুশির উজান
লোভী মানুষ থাকবে দুখে
বন্ধ খাঁচা দাওনা খুলে
উড়ুক পাখি মনের সুখে।


পাখির ডানায় মুক্তির স্বাদ
মানুষ ভাবছে সম্পদই সার
পাখির নেই দেনা পাওনা
গরীব মানুষের শুধুই ধার।


এসেছে পাতা শুকনো গাছে
আধমরা ডালে পাখির বাসা
সুখের খোঁজে পাগল মানুষ
আশায় মরে গরীব চাষা!


কোকিল গাইছে মধুর গান
মানুষ ভুলেছে সুরেলা তান
লোভ হিংসায় সবই শেষ
সারা জীবন রইবে রেশ।


মানুষ যদি পাখি হয়
সবাই জেনো ওখানেই ভয়
দস্যু মানুষ শান্ত হলেই
আসবে দেশে তবেই জয়!


         ******


রচনাকাল - ০২/০৪/২০২১