ছড়া/কবিতা - দাও বাঁচার শক্তি
***********************


পড়ার চাপ নেই যে এখন
সকাল বিকাল খেলা
বই খাতাতে পড়ছে ধুলো
নষ্ট স্কুলের বেলা।


স্কুলের ছুটি যাচ্ছে বেড়ে
বিশ সালটা বাদ
ঘরে বন্দী থাকছে ক'জন
মেটায় সবাই সাধ!


সাতটি বিষয় সব অজানা
আধেক বছর পার
কবে পড়বে কবে শিখবে
জ্ঞান হবে কী ধার?


নতুন কেনা খাতা কলম
নতুন কেনা বই
সবই থাকবে তেমন নতুন
নতুন বন্ধু কই?


অলস দুপুর ঘুম আসেনা
কবে মিলবে মুক্তি
ঈশ্বরকে ডেকে বলছে সবাই
দাও বাঁচার শক্তি।


      *******


রচনাকাল  -  ১০|০৬|২০২০



ছড়া/কবিতা  -  জ্যৈষ্ঠের ফল
*********************


আম জাম কাঁঠাল লিচু
জ্যৈষ্ঠ মাসের ফল
পাকা ফলের মিষ্টি সুবাসে
জিভে আসে জল।


জ্যৈষ্ঠে গরম দম হাঁসফাঁস
ফলেই মেটে তৃষ্ণা
ফলের রস পেটে পড়লেই
শরীর হবে ঝর্ণা।


তীব্র দহন জ্যৈষ্ঠ জুড়ে
কোথাও নেই শান্তি
জীবন জুড়ায় ফলের রসেই
মিটবে হৃদয়ে ক্লান্তি।


সারা বছরই পাবে ঠিকই
হরেক রকম ফল
জ্যৈষ্ঠ হলো ফলের মাস
ফলেই মিলবে বল।


জ্যৈষ্ঠ গরম বাড়বে যত
ফলে ততই রস
সস্তা দামে মিলবে সবাই
জ্যৈষ্ঠই ফলের বস।


         *******


রচনাকাল -  ১০|০৬|২০২০