বিদ্যাসাগর বিদ্যাসাগর
তুমিই দয়ার সাগর
তোমার দয়ায় ধন্য হল
গ্রাম কিংবা নগর!


শিক্ষার আলো জ্বালালে তুমি
অবোধকে দিলে শিক্ষা
বর্ণপরিচয়ের হাতটি ধরে
সবাইকে দিলে দীক্ষা!


মায়ের ডাকে সাড়া দিয়ে
হলেন নদী পার
ঝড় তুফানে নেইতো ভয়
মা যে বড় তাঁর!


গরীব অনাথ যারা আছে
করেন তাদের দান
অর্থ দিয়ে সাহায্য করেন
মহাৎ তাঁহার প্রাণ!


বাল্য বিধবা বিয়ে দিয়ে
প্রমাণ করেন তিনি
সবার উপরে মানুষ সত্য
গরীবের ঈশ্বর মানি!


নিয়ন আলোয় পড়া লেখা
দুঃখ কষ্টের দিন
তবুও তিনি চির অম্লান
হৃদয়ে খুশির বীণ!


দু’শত বছর যায় পেরিয়ে
চিরকাল বেঁচে রবে
অশিক্ষা কুশিক্ষা দূর করেই
সুশিক্ষা দিয়েছেন ভবে!


    ******