দীপাবলির অন্ধকারে মানুষ খুঁজছে আলোর ঠিকানা
এতো আলো এতো রোশনাই তবুও যেন আঁধার গিলে খাচ্ছে
ব্যাকুল কন্ঠস্বরে জেগে আছে দীপাবলির রাত।


নদীর চরে শুয়ে আছে অভুক্ত সময়  -
জীবনটা যেন জোয়ার ভাটার খেলা
স্রোতের টানে কেউ যাচ্ছে ভেসে কেউ বা কোনো কিছু আঁকড়ে বেঁচে আছে।


দীপাবলিতে জোছনার আলো খুঁজে লাভ নেই
গভীর অন্ধকারে ডুবে আছে অনিশ্চিত ভবিষ্যৎ
নগ্ন রাত্তিরে জোনাকির আর্তনাদ হৃদয়ের গভীরে প্রবেশ করে।


দুঃসময় যেন পিছু ছাড়ছে না কিছুতেই -
আবার আর একটা ঘূর্ণি ঝড়ের ভ্রুকুটি বাংলার বুকে
দীপাবলির উৎসবে কালো মেঘের ঘনঘটা।


শ্যামা মায়ের কৃপায় সবার হৃদয়ে জ্বলে উঠুক আলোর শিখা
যে আলো কোনোদিন নিভবে না -
দীপাবলির রোশনাইয়ে আলোকিত হোক এই পৃথিবী।


             ******


রচনাকাল  - ২৪|১০|২০২২