বিদায় নিয়েছে শীত, বসন্তের মৃদুমন্দ বাতাসে শরীর জুড়িয়ে যায়
ভোরের হিমেল আলোয় ছুঁয়ে যায় আবিরের রঙ
পাখির কলরবে মুখরিত হয় প্রকৃতির রূপ রস গন্ধ।


মুক্ত ডানায় উড়ে বেড়ায় রঙ বেরঙের পাখি
যেখানে মানুষের সাথে পাখির সখ্যতা হৃদয়কে মুগ্ধ করে
গ্রাম্য জীবনে এখন আর সেই দুর্দশা নেই।


সহজ সরল ভাষায় কথা বলে গ্রামের মানুষ -
খোলা উঠোনে আপন মনে খেলা করে উলঙ্গ শিশু
রোদ্দুর হামাগুড়ি দেয় বিবর্ণ কুঁড়ে ঘরের বারান্দায়।


রঙের উৎসবে সাম্যের গান গাইতে চায় সব্বাই
মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমশই বেড়ে চলেছে
রঙই একমাত্র বন্ধন যেখান থেকে মুক্তি পায় না।


রঙ দেওয়া নেওয়ার খেলা তো সারা জীবন চলবে
রঙের উৎসারিত আলোয় হৃদয়ের দরজা খুলে দেখো
এতো আনন্দের রংমশাল ছড়িয়ে আছে কেউ কী তা জানতো!


             ******


রচনাকাল  - ১৪/০৩/২০২২