কবিতা  - ধরিত্রী নয় বন্ধ্যা
*******************


ক্লান্তির মেঘ বুকের জমিনে
নীরবে অশ্রু ফেলে
দোহারের গান আনমনে গায়
মেঠো রাখালের ছেলে।


জ্যৈষ্ঠের তাপে পুড়ছে ধরণী
মানুষও পুড়ে ছাই
হাঁসফাঁস করে নগর জীবন
শান্তি কোথাও নাই।


আনাগোনা করে আকাশের বুকে
অলস মেঘের দল
ঐ মেঘেতে নামবে বৃষ্টি
নাকি মিছেই করছে ছল?


লুকোচুরি খেলে সকাল সাঁঝে
গরমে ঝরছে ঘাম
ক'জন বোঝে দুঃখ ব্যথা
চাষির শ্রমের দাম!


দখিনা হাওয়ায় শরীর জুড়ায়
যখন নামে সন্ধ্যা
জমির বুক ফেটে চৌচির
ধরিত্রী নয় বন্ধ্যা।


      ********


রচনাকাল  - ১৪|০৫|২০২০



কবিতা  -  মধ্যবিত্ত
******************


মাথার উপর বন্ধ পাখা
কোথাও নেই শান্তি
বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে
শরীরে আসছে ক্লান্তি।


নড়ছে নাতো গাছের পাতা
সামনে দুরূহ জীবন
শুকনো মুখে তাকিয়ে দেখি
আসছে নিকটে মরণ।


বাজার আগুন সবজি মাছে
খাবে শাকের পাতা
এমনি করে বাঁচতে হবে
নইলে বন্ধ খাতা!


অস্থির সময় নাকাল মানুষ
আমরা যে মধ্যবিত্ত
দুদিন পরে পাবেনা কিছুই
সবাই  যেন ভৃত্য!


খেটে খাওয়া মানুষ মরে
হাসিও নাকি নকল
হৃদয়ে লুকিয়ে মরা রোদ্দুর
কোন্ মুখটা অসল!


        *******


রচনাকাল  -  ১৫|০৫|২০২০


কবিতা -  স্বপ্নের রঙ
********************


টুপটাপ বৃষ্টি ঝরে পড়ে দিন রাত
বজ্র বিদ্যুৎ ঘর্ষণে হয় জেনো প্রতিঘাত।
বৃষ্টির মেঘ নয় তবু হয় বৃষ্টি
নাবালক মন বলে কবে হবে সৃষ্টি!


দিন আনা দিন খাওয়া পরিযায়ী মরে
হাসি খুশি দিনগুলো কবে গেছে সরে।
আলাদিন আজও আছে চাইলেই পাওয়া
প্রদীপের আছে তেজ ঘসলেই খাওয়া !


যুগ গেছে বদলে শুধু আছে কান্না
দুবেলা জোটেনি ভাত হয় নাতো রান্না।
শিশুরা পায় না খেতে মরে যায় স্বপ্ন
রামধনু রঙ পুড়ে আশা হয় ভগ্ন ।


মন বলে আছে বেঁচে ভোরের আকাশ
স্বপ্নের রঙ ছুঁয়ে বইছে দখিনা বাতাস।
বিশ্বাস ভালোবাসা মরে নাতো কোনোদিন
সুখ দুঃখ জীবনে হবে না কখনো বিলীন!


                   **********


রচনাকাল  -  পয়লা মে ২০২০ (মে দিবস)