আকাশের গায়ে লিখেছি তোমার নাম
মুখ ফিরিয়ে নিয়েছে সবাই অনাদরে
আপন বলতে নেই তোমার এই পৃথিবীতে
বুকের মানচিত্রে তবুও কোলাহল অবিরাম।


মাছরাঙা পাখি ছোঁ মেরে নিয়ে যায় মাছ
অবাক তাকিয়ে এক পুকুর জল –
তোমার নাম লিখেছি আকাশের গায়
ভেবো না এ শুধু কল্পনা আমার।


ধুলোর পৃথিবী বড় বেশী দয়ামায়া হীন
মাড়িয়ে যেতে ভালোবাসে সবাই ইচ্ছেমত
প্রজাপতির রঙিন পাখায় দেখা যায় মুখ
আকাশের রামধনু নেমেছে মাটির পৃথিবীতে।


আধো চেনা লাগে তোমায় এক নিমেষে
চাঁপা ফুলের সুবাস ছড়ায় পদ্মনাভি থেকে
তোমার শরীরে এত অমৃত জানে না কেউ
অনাদরে রেখেছে তাই ধুলো ভরা পৃথিবীতে।।


       *******