মিছিল মানুষ ক্লান্ত বিকেল লণ্ডভণ্ড শহর
পিছন ফিরে তাকিয়ে দেখি নেই মুক্তির বহর।


পাথর কেটে বানায় মানুষ সবুজ একটি গ্রাম
দুঃসাধ্য কাজ মানুষই করে পায় না ওরা দাম।


দু'মুঠো অন্ন সারাটা জীবন ওদের কাছে ব্রাত্য
রক্ত ওঠে গলা দিয়ে এটাই ধ্রুব সত্য।


মরণ লেখে পাথরের বুকে তবুও কান্না লুকায়
রক্তে লেখা মিছিল জীবন হৃদয়ে ক্ষরণ শুকায়।


অচেনা রোদ্দুরে ঝলসে যায় চেনা শহরের মুখ
পাথর কেটে ক্লান্ত মানুষ হারিয়ে গেছে সুখ।


               ******


রচনাকাল  - ১৬/০৩/২০২২