প্রকৃতির ছায়ায় বেড়ে ওঠা এক অপূর্ব পাখি
গাছের ফাঁক দিয়ে ডেকে ওঠে ধূসর শালিক
ওকে যদি পোষা যায় যা শেখাবে তাই বলবে
বাধ্য শিশুর মত গ্রাম্য প্রকৃতির অচেনা পাখি।


মানুষের মত এরা অবাধ্য নয় কখনই –
ডানায় মধ্যে লুকিয়ে আছে সরলতার আবদার
সব সময় ধরা যায় না ধূসর শালিকদের
ফাঁদ পেতে অনেক কষ্টে ওদের ধরতে হয়।


যখন ওরা পোষ মেনে যায় ওদের খাঁচা লাগে না
ওরা খেলা করে বারান্দায়, উঠোনে, শিশুদের সাথে
সভ্য মানুষের জন্য খাঁচার দরকার সবসময় -
কখন যে মানুষ হিংস্র হয়ে উঠবে কেউ জানে না।


ধূসর শালিক সহজ সরল প্রকৃতির পাখি
মনুষ্য জীবনের রঙ বদলে যায়, ওদের বদলায় না
ভালো বাসা পেলে ধূসর শালিক কোথাও যাবে না
মানুষ কিন্ত পাল্টে যায়, ভালো বাসা পেলে, ফিরেও তাকায় না।


      ******


রচনাকাল – ২৪/০৮/২০২১