হেমন্তের হালকা বাতাসে থাবা বসিয়েছে নিম্নচাপ
সঙ্গে দোসর ঝোড়ো হাওয়ার খামখেয়ালিপনা
কৃষকের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।


সোনালী ধানে ভরে উঠেছে মাঠের পর মাঠ
কিন্তু অতিবৃষ্টিতে ফসলের কতটা ক্ষতি হতে পারে তা ওরাই জানে
অক্লান্ত শ্রমের বিনিময়ে যে ফসল সেকি মাঠেই ভেসে যাবে!


প্রকৃতির বিরুপ আচরণে সাধারণ মানুষ দিশেহারা
সবজির দাম আকাশ ছুঁয়েছে অবলীলায়
কেমন করে বাঁচবে গ্রাম বাংলার  অসহায়  মানুষ।


ধানের শিসে লেগেছে অপরুপ সোনালী রঙ
বিকেলের মেঠো রোদ্দুরও ভিজে একাকার
জীবনের রঙে লেগেছে ধূসর গোধূলির কালো ছায়া।


ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে কৃষক থেকে আমজনতা
ঝড়ের সাথে ভারী বৃষ্টি হলেই একেবারে সর্বনাশ
নিম্নচাপ কী যে রুপ নেবে সেটা বুঝতে সব্বাই অক্ষম।


            ********