দোয়াতের কালি গিয়েছে শুকিয়ে
তালপাতা থাকে গাছে
বাতিল হয়েছে হ্যারিকেন লন্ঠন
ভাবনা করাই মিছে।


কালিতে চুবিয়ে কঞ্চির কলম
তালপাতা ভরা লেখা
ছোট্ট শিশুও হাসবে এখন
স্মৃতির ভেলায় দেখা।


হ্যারিকেন লন্ঠন জ্বলেনা আর
ঘুমিয়ে নিয়ন আলো
তালপাতা পাখার মিষ্টি হাওয়া
দূষণে জীবন কালো!


সুখ কিনেছো টাকার জোরে
নেইতো কিছুই অভাব
অন্যকে দেখে হিংসায় জ্বলো
এ কেমনতর স্বভাব!


দোয়াত কালি হ্যারিকেন লন্ঠন
ভুলেও দেখেনা কেউ
সভ্য মানুষ সবই আধুনিক
লেগেছে আধুনিকতার ঢেউ।


   ****


রচনাকাল – ২৪/১২/২০২০