করাল গ্রাসে হারিয়ে যায় ভালোবাসার রোদ
ছন্নছাড়া মেঘলা আকাশ নেই কী তোর বোধ?


দুকূল ভাসিয়ে ডুবছে কেমন হাজার হাজার গ্রাম
ঘর বাড়ি সব ভাঙছে যেন এটাই নিত্য কাম।


জলের তোড়ে যাচ্ছে ভেসে সুখের পরশ কই
প্রকৃতির এই খেয়ালীপনায় সবাই দিশেহারা হই।


গরমকালে নদীর বুকটা শুকিয়ে খেলার মাঠ
বর্ষাকালে খরস্রোতা ভাসাও পথ ও ঘাট।


বন্যা জলে বাড়ছে এখন নানা রকম অসুখ
মিলছে না কোনো ত্রাণের খাবার কিংবা একটু ওষুধ।।


            ********