দু'চোখ জুড়ে স্বপ্নের রঙ -
হৃদয়ের বালুচরে একরাশ রঙহীন শূন্যতা
মরা নদী খাঁ খাঁ করে সবসময়
একটুখানি রঙের প্রত্যাশায় বসে থাকি অনন্তকাল।

বসন্ত এসে গেছে -
শিমুল পলাশ লালে লাল
রঙিন বসন্তে হৃদয়ে রঙ লাগলো কই
ভালোবাসা মৃত নদী হয়ে যায়।

ফাগুন বাতাসে আবীর গন্ধ পাই
তবুও শরীরে বসন্ত আসে না -
ঝরা পাতার মর্মর ধ্বনিতে হৃদয় ভাঙার শব্দ
দোল উৎসবে রঙিন হয়ে ওঠা হয় না কখনও।

        ******

রচনাকাল -
১৪ই মার্চ ২০২৫
( দোল উৎসবের দিন)