একটু একটু করে সরে যাচ্ছে দ্রাঘিমারেখার মেঘ
ভালোবাসার হিমেল পরশের স্পর্শে জেগে ওঠে ভোর
চাওয়া পাওয়া হিসেব নাই বা মিলুক সবসময় -
ভালোবাসার জন্যে কেটে যাক অনন্ত বেহিসেবী রাত।


চাঁদের মরমী আলোয় ভুলে যায় সব অভিমান
হৃদয়ের অলিতে গলিতে জেগে ওঠে ভালোবাসার ঝড়
মাঝ দরিয়ায় নাবিকের মত শঙ্কিত দৃষ্টিতে আকাশ দেখা
ঝড়ের কোনো পূর্বাভাষ আছে কিনা ঐ মাঝ সাগরে।


ভালোবাসার উষ্ণ প্রস্রবণে সেই সব ভয় নেই -
হারিয়ে যাবার এক অচিন সুখে মগ্ন হয়ে যায় সব্বাই
বোবা অভিমানগুলো ভেসে যায় ভালোবাসার স্রোতে
কাঙাল হৃদয় করেছি দান একটু উষ্ণতার জন্যে।


শিশির ভেজা ভোরে কখনো শুনেছো কী
ভোর পাখিদের মিষ্টি কলতান
অবিশ্রান্ত জ্যোৎস্নায় স্নান করছে প্রেমিক প্রেমিকা -
ওষ্ঠের বারান্দায় নতজানু হয়ে আছে পুরুষের সঙ্গম
যুগে যুগে ভালোবাসার অমর কাব্যগুলো হয়ে যায় মহাকাব্য।


               *********


রচনাকাল - ২২/১১/২০২০