শরৎ বলছে নেবো বিদায়
দুয়ারে দাঁড়িয়ে হেমন্ত
শীতের শেষে দেখবো সবাই
হাসছে ঋতু বসন্ত।


শরৎ ঋতু উৎসব দিন
সবার হোক ভালো
জোনাকির আলো হয় রংমশাল
আঁধার জীবনে আলো।


প্রকৃতির শোভা এতো অপরূপ
মানুষ ভোলে দুখ
মরমী সময় হাতছানি দেয়
দেখি মায়ের মুখ।


আগমনী সুরে দূর্গার আবাহন
হাসছে শিউলি ফুল
কাশফুল দোলে হিমেল বাতাসে
ভাঙছে মানুষের ভুল!


ভোরের আলোয় শিশির বিন্দু
ভেজায় মাটির বুক
দেশের মানুষ সেই মাটিতে
লিখছে তাদের সুখ।


           ******


রচনাকাল  - ১৪|১০|২০২১