ডুবন্ত নৌকা ধরে কিছুক্ষণ ভেসে থাকা যায়
কিন্তু বাঁচতে গেলে সাঁতারটা যে জানতেই হবে
নইলে মাঝ নদীতে ডুবে মরা ছাড়া উপায় কী!


কঠিন সময়কে পেরিয়ে যেতে হবে সব্বাইকে
কে পাশে থাকলো, না থাকলো দেখে লাভ নেই
জীবনের দুঃসময়ে যারা পাশে থাকে তারাই মানুষ।


গলা পর্যন্ত জল, শুধুই মুখটা উঁচু করে বেঁচে থাকে
নষ্ট রোদ্দুরে পুড়ে যাচ্ছে স্বপ্নের বেসাতি ...
কান্না ভুলে লড়াইয়ের ময়দানে নেমে গেছি কখন জানি না।


মেঘলা আকাশে রোদ্দুর খুঁজে কোনো লাভ নেই
রঙিন বসন্তের দিন হারিয়ে যাচ্ছে হৃদয় থেকে
মানুষ ক্রমশ ভুলতে বসেছে সুখ কাকে বলে!


বাদল দিনে ঝিরঝিরে বৃষ্টির শব্দ জলতরঙ্গের মত লাগে
ডুবন্ত নৌকা ধরে টিকে থাকার সময় শেষ –
স্রোতের উল্টো দিকে সাঁতার কেটে কূলে পৌঁছতেই হবে।


     ******


রচনাকাল – ১৬/০৬/২০২১