কবিতা  -  জীর্ণ কবিতার পাতা
*********************


প্রত্যাশায় চোখ রেখেছি মন জানালায়
চিরসুখী হবার জন্যে ছুঁতে চেয়েছো আকাশকে
ভেজা শিশিরের কোমল স্পর্শের মত আবেগ ছিল
নতুন ভোর ভালোবাসার গান লেখে চিরকাল।


সারস পাখির বিষাদ ঠোঁটে দিয়েছ গভীর চুমু
অজস্র ভাঙন পেরিয়ে লাজুক রোদ্দুর ছুঁলে
মুখোমুখি বসে অঙ্গীকারের কাব্য লিখলে
ভালোবাসার চিঠিগুলো এখন ধূসর মলিন ।


জীর্ণ কবিতার পাতার মতো ভালোবাসা মরে না
তাকে বাঁচিয়ে রাখতে হয় হৃদয়ের অন্দর মহলে
দীর্ঘ সময় পেরিয়ে যায় ভালোবাসা খুঁজতে খুঁজতে ...


চাতক পাখির মতো তৃষ্ণার্ত এ পোড়া হৃদয়
বৃষ্টি পড়ছে টুপটাপ, ভালোবাসা ভিজছে লাজুক রোদ্দুরে।


             *******


রচনাকাল  -  - ২৮|০৫|২০২০



*****************
     কবিতা  -  ডুবুরি মন
*****************


সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে শৈশবের দিন
ডুবুরি মন খুঁজে বেড়ায় ছোট্ট বেলায় স্মৃতি
জীবনের চড়াই উতরাইগুলো ভেসে ওঠে চোখের সামনে।


কয়েক ফোঁটা চোখের জল আজও উঁকি দেয় হৃদয়ের অলিন্দ
আধপেটা খেয়ে কোনক্রমে দিন গুজরান
দখিনা হাওয়ায় আয়েশ করি ঠিক আগের মতই।


এখন আমি আকাশ ছোঁয়া বাড়িতে মেঘের সাথে কথা বলি
সেই মাটির উঠোনের আজও মায়াবী গন্ধ পাই
ভুলতে পারি না শৈশবের দস্যিপনার সোনালী দিন।


চিঠি লিখতে হয় না আর, সবই মুঠো ফোনে
কিন্তু সেই রাত জেগে গোপনে চিঠি লেখার মাধুর্য আলাদা
তোরঙ্গের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসার সোহাগী চিঠি।


চলমান জাহাজের মত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সব কিছু
গ্রামের খেলার মাঠ, পুকুরে ঝাঁপ দেওয়া, আম বাগান ...
সব কিছু মনে পড়ে যাচ্ছে এই বহুতল বাড়ির ব্যালকনিতে বসে।


              ********


রচনাকাল - ২৩|০৫|২০২০