মুখে হাসি এনে বলতেই হয়, খুবই ভালো আছি
প্রতিটি মানুষের মধ্যে দুটো পৃথিবী আছে - হাসি আর কান্না
কান্নাটাকে সব্বাই লুকিয়ে রাখতে চায়...


পড়ন্ত বিকেলের রোদ্দুরে মানুষকে বড্ড অসহায় লাগে
আটপৌরে জীবনে কখনো কিছু চাইতে নেই -
সাঁঝের প্রদীপ দিতে না দিতেই নিভে যায় কোনো এক অলীক হাওয়ায়।


দুই পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছে বোবা মানুষের দল
হাসির বদলে কান্নার উপকথা লেখা হয়  জীবন কাব্যে
উচাটন মনের খবর কে রাখে, সবাই দেখে মানুষ হাসছে - হাঃ হাঃ হাঃ ...


সবুজ ঘাসের বুকে জল পড়তেই তারাও কথা বলতে চায়
মানুষ শুধু পারে না সুখের কথা বলতে ...
হাসতে গিয়েও কখন যেন গড়িয়ে পড়ে মাটিতে একফোঁটা অশ্রু।


দুই পৃথিবীর কাব্য লিখতে গিয়ে কলম গিয়েছে থমকে
আধমরা মানুষ হাতটা চেপে ধরে বলছে – সুখের কথা লেখো
দুঃখের বোঝা বইতে বইতে মেরুদণ্ডটা ক্রমশ বেঁকেই যাচ্ছে।


    ******


রচনাকাল – ২৯/০৬/২০২১