দুঃখ বারো মাস
***********


অন্তহীন পথ
থমকে জীবন রথ।


আঁধার ভরা জীবন
শিয়রে মৃত্যু শমন।


নগ্ন নদীর জল
মানুষ পাচ্ছে ফল!


স্বপ্ন দেখা ভোর
হৃদয়ে দিওনা দোর।


এক শতাব্দী পর
বন্দী হয়েছে ঘর।


হৃদয় জুড়ে খরা
হাসবে বসুন্ধরা।


জীবন হাসি কান্না
রোজ হবেনা রান্না!


সুখের ঘরে চুরি
অভাব ভুরি ভুরি।


হাসি ভুলেছে মানুষ
জীবন যেন ফানুস।


এক থেকে দশ
দুঃখ বারো মাস।


     ******


আমরা করবো জয়
************


সর্দি কাশি হাঁচি
সবাই মিলে বাঁচি।


বিদেশ থেকে রোগ
ভারত ভূমি ভোগ!


আলাদা নেই ঘর
রোগের স্বয়ংবর।


পুলিশ চালায় ডান্ডা
অবাধ্য মানুষ ঠান্ডা!


আইন মেনে চলো
দূরত্বে কথা বলো।


দেশের ভালো চাও
হাসিটা লুটে নাও।


'করোনা' ভাইরাসে ভয়
আমরা করবো জয় ।।


      *******