বাতাসের বুকে হিমেল হাওয়ায় পরশ
পরিযায়ী মনে গোপন অহংকার –
এবার শীতে গাইবে গান অভিমানী মনে
নীরব ব্যথা ভুলবে অগোচরে ...


স্বপ্নগুলো শরৎ মেঘে ভাসে
শাশ্বত প্রেম চিরকাল বেঁচে থাকে –
ভাঙা চাঁদের আলোয় লেখা পথ
নৈঃশব্দে জুড়ায় বুকের অহং জ্বালা।


ভাঙা জানালায় বৃদ্ধাশ্রমের করুণ মুখ
ছেলেরা সবাই আমায় ছেড়ে থাকে –
চোখের কোণে চিকচিক করে দুঃখ জল
নদীর জল সবই বুকের ভেতর!


ভালোবাসাগুলো পরিযায়ী সুখ মনে হয়
বৃথা জীবন একলা বয়ে চলা ...
চাঁদের আলো তবুও পড়ে মুখে
আঁধার সময় লিখছে মৃত্যুক্ষত!


    ******