কবিতা   -  দুঃখের বর্ণমালা
******************


হিসাবটা যেন কোন ভাবেই মিলছে না
ছন্দে ভরা জীবনটা ক্রমেই হয়ে গেল ঘরবন্দি
খেটে খাওয়া মানুষগুলোর শ্রমও কেমন থমকে গেল
পরিশ্রমে ওদের কষ্ট হতো ঠিকই
তাতেই দুবেলা দুমুঠো জুটে যেত
কিন্তু এখন সংসার চলবে কেমন করে!


ভয়ার্ত মানুষগুলো ক্রমেই যেন দিশেহারা
কোন কাজ নেই কোন পয়সাও নেই -
মানুষ কি এভাবে বেঁচে থাকতে পারে?
চলমান পৃথিবীটা যেন হঠাৎ স্থবির হয়ে গেছে।


হৃদয়ের পরতে পরতে দুঃখের বর্ণমালা রচিত হচ্ছে
মাস মাইনের বাবুদের তো কোন ভাবনা নেই
মাস পয়লায় টাকা ঢুকছে ব্যাঙ্ক একাউন্টে
চিন্তা ভাবনায় গরীবের মুখগুলো শুকিয়ে যাচ্ছে।


পৃথিবীতে আগে কেউ দেখেছে এমন কর্মহীন জীবন
ছন্দ হারিয়ে আমজনতা লিখছে শোকগাঁথা
পৃথিবী আজ কঠিন ব্যাধিতে আক্রান্ত
থমকে গেছে জীবনের সব চাওয়া পাওয়া।


ক্রমেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম
শিশুদের খাবার থেকে সব কিছুই অমিল
ভয়ংকর সময় ছুঁয়ে আছে মানুষের হৃদপিন্ড
ফুলের সুবাস নিতে ক্রমশ ভুলে যাচ্ছে প্রাণবন্ত মানুষ।


              *********


রচনাকাল  - ২৮/০৩/২০২০


সত্য ত্রেতা দাপর কলি
***************


ফুল পাখির কান্না শুনেছো কী
কলরব করছে না শিশুর দল
দমকা হাওয়াতে মরণ ভয়
মানুষ করবে যুদ্ধ জয়।


বুকের পাঁজর দুমড়ে মুচড়ে একাকার
রোদ্দুরে লেগেছে গ্রহণের ছায়া
দুচোখে নামছে ক্ষুধার্ত রাত
রোজ পাবে না দুমুঠো ভাত।


কান্না গিলে ঘর বন্দী -
পাখির ডানায় নামছে বিষাদ
জানালা ধরে আকাশ দেখা
চতুর মানুষ ভীষণ বোকা!


নেই রোজগার, আছে পরিবার
অভুক্ত মুখ বোবা তাকায়
রোগের শিকার মানুষ বলি
সত্য ত্রেতা দাপর কলি।


        *******


রচনাকাল  - 23/04/2020



অলিখিত সীমারেখা
**************


একটা রোদ ঝলসানো দুপুর  -
চিলেকোঠা জুড়ে কী ভীষণ নীরবতা
স্মৃতির পাতায় ডুবে যাচ্ছে কৈশোর যৌবন


তুই ছিলি আমার সহপাঠী, খেলার সাথী
পাশাপাশি বাড়ি, বেড়ে ওঠাও একসাথে
সেদিনও ছিল চৈত্র মাসের গনগনে দুপুর
জ্বলে পুড়ে যাচ্ছে পৃথিবীর সবুজ বুক।


হঠাৎ ঈশান কোণে দেখা দিল ঘুটঘুটে মেঘের কোলাহল
কিছু বুঝে ওঠার আগেই দমকা ঝোড়ো হাওয়া
যেন সব কিছুই তছনছ করে দেবে এক নিমেষে
ভয়ে তুই আমাকে জাপটে ধরেছিলি এক লহমায়
সেদিন খড়কুটোর মতো ভেসে গেলাম তুফানি স্রোতে।


সময় বয়ে যায় অতীত ক্যানভাসের মলিন পাতা ছুঁয়ে
বিভাবরী রাগের মূর্ছনা ছিল তোর সারা শরীরে
তবুও তোর সাথে আমার পাশাপাশি থাকা হয় নি
ভালোবাসার যেন এক অলিখিত সীমারেখা ছিল।


তোর বিয়ে হয়ে গেল এক ধনীর ঘরে, আর আমি ..
নানা ব্যস্ততায় হারিয়ে যাই নিজের কাজের জগতে
আজ মধ্য বিকেলে এসে তোর কথা বড্ড মনে পড়ে
মুখে যতই বলিনা কেন, তোকে আর মনে পড়ে না
কিন্তু বিশ্বাস কর কৈশোরের দিনগুলো খুব বেশী কাঁদায়
বড় যন্ত্রণা দেয় হৃদয়কে, একবার বিশ্বাস কর।


               ***********


রচনাকাল  - 04/04/2020