সবাই বলে ডুমুরের ফুল
দেখেছ কখনো কেউ
সুখের মিছিল অদৃশ্য আজ
লাগেনি আগে তো ঢেউ!


ঘোড়ার ডিম ডুমুরের ফুল
প্রবাদ বচন কয়
ক'জন জানে আসল মানে
ঘোড়ার ডিম কী হয়?


শীতের মৌতাত নিচ্ছে মানুষ
অলস হেঁয়ালি কথা
জীবনের নদী চলমান স্রোতে
অলীক লুকানো ব্যথা।


ডুমুরের ফুল স্বপ্নে আসে
মাথা নিচু করে ভোর
মরা রোদ্দুরে তবুও হাসে
যতো সব গাঁজাখোর!


সত্যি জীবনের উপকথা হোক
মানুষের বোধোদয়
চন্দ্র সূর্য জোয়ার ভাটা
জীবন তো হবে ক্ষয়।


         *******


রচনাকাল - ২৯|১১|২০২১