পুজোর ক'দিন কলমকে দেবো ছুটি
একটু খুশি হৃদয় ছুঁতে চায়  -
আলোক মালায় ভাসবে শহর থেকে গ্রাম
বাঙালির শ্রেষ্ঠতম উৎসবে মাতোয়ারা হবে  সব ধর্মের মানুষ।


হৃদয় ছোঁয়া আবেগ  -
শারদীয়া দুর্গোৎসবের আঙিনায় খুশির জোয়ারে ভাসে সব্বাই
শিউলি ফুলের গন্ধে মঁ মঁ করছে সমস্ত পরিবেশ
দিগন্তের সীমানা ছুঁয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে কাশফুল।


চন্ডী পাঠের মন্ত্র দিয়ে শুরু হবে মা দুর্গার আরাধনা
নীলাকাশ জুড়ে শুধুই পেঁজা তুলো মেঘের উদাস চলাচল
যারা সারা বছর বিদেশে থাকে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে
পুজোর ক'দিন পরিবারের আপনজনদের সাথে একাকার হতে চায়।


মা আসছেন মর্তে  -
সব দুঃখের হবে অবসান
লক্ষ কোটি মানুষের হৃদয় আকুতি মায়ের অন্তরেও পৌঁছে যায়    
দুর্গতিনাশিনী দুর্গার চরণে নতজানু হয়ে বসে তাঁর ভক্তকুল।


            ********


রচনাকাল  - ২৬|০৯|২০২২