বাতাসের বুক চিরে বেরিয়ে আসছে শিউলির সুগন্ধ
দিগন্তে জুড়ে খেলা করছে উদ্দাম কাশফুলের দল
পেঁজা তুলো মেঘগুলো ভেসে বেড়ায় আকাশের বুকে।


ভোরের আলোয় লেগেছে হিমেল পরশের ছোঁয়া
ঘাসের বুকে শিশির বিন্দুর মৃদু কোলাহল শোনা যায়
সূর্যের প্রথম আলো ছুঁয়ে দেখে ঘাসেদের ওষ্ঠের উত্তাপ।


মরমী বাতাসে লেগেছে আগমনী গানের সুর
শরতের আগমন বার্তায় হৃদয়ে জেগে ওঠে খুশির রোদ্দুর
যেন মরা নদীগুলো বৃষ্টির কলধ্বনিতে মুখরিত হয়ে উঠছে।


চাঁদের মায়াবী আলো ছড়িয়ে পড়ছে কাশবনের উপর
সাঁঝের প্রদীপের মৃদুমন্দ আলোর সাথে মিশে যাচ্ছে শিউলির সুবাস
হৃদয়ের অলিখিত দুঃখ যতো আছে সবটা কেমন করে উবে যাচ্ছে হাওয়ায়।


প্রকৃতির নিয়মেই আসে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ ...
জীবনের আঙিনায় দুঃখের বর্ণমালা লেখে অসহায় মানুষ
উৎসবের দিনগুলো খুশিতে ভাসতে চায় সব্বাই।।


     *******


রচনাকাল – ০১/০৯/২০২০