এঁদো পুকুরে রোদ্দুর আসে না ...
অতি প্লাবনে ভেসে গেছে বুকের আবর্জনা
অযত্নে বেঁচে থাকে এঁদো পুকুরে
প্রতি বর্ষায় পুকুর গুলো কালিমা মুক্ত হয়।


নিঃশব্দে সূর্য ডুবে যায় বিষণ্ণতায় ...
সবুজ বনানী ছুঁয়ে আছে দিগন্তের আলপনা
মনের ক্যানভাসে এঁদো পুকুরে রক্ত ক্ষরণ
গোধূলির সূর্যটা যেন এঁদো পুকুরে ডুবে যায়।


প্রতিটি নতুন ভোরে লেখা হয় ভালোবাসার গান
আগাম প্রতিশ্রুতি ছাড়াই গোধূলির রঙ ধূসর
ছেঁড়া ডানায় আহত পাখির যন্ত্রণা ...
আঁধারে এঁদো পুকুর ভরে যায় জোনাকির দল।


লক্ষণ রেখা পেরিয়ে গেলেই বিপদ সংকেত
রাতের অন্ধকারে এঁদো পুকুরে ডুবে মরে প্রেমিকা
ভোরের আলোয় প্রথম চোখ পড়ে -
ভালোবাসাহীন ভাবে দুটি দেহ ভাসছে বিষণ্ণ জলে।।


            *********