কাঁটাতারের বেড়া খান খান করে দিল কন্ঠের যাদু
আকাশে বাতাসে ছড়িয়ে দিলে সুরের মায়াজাল
ভোরের সূর্যের রঙ ক্রমশ বিবর্ণ হয়ে গেল।


'এই পথ যদি না শেষ হয়' সত্যি সত্যি থমকে গেল
বাঙালি হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে
বসন্তের প্রারম্ভেই ঝরে গেল সুরেলা কন্ঠের মৃন্ময়ী।


সঙ্গীত সাধনা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তারই প্রমাণ সন্ধ্যা মুখোপাধ্যায়
বহু পুরস্কার, বহু সম্মান পেয়েছেন তার সঙ্গীত জীবনে
গান যতদিন বেঁচে থাকবে ততদিন উনিও বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।


দশকের পর দশক ধরে অবিস্মরণীয় সব গানে মুগ্ধ করেছেন শ্রোতাদের
নাম সন্ধ্যা হলেও চিরকাল তিনি সুরের আকাশে শুকতারা হয়ে বেঁচে থাকবেন
শিল্পীদের পথ কখনোও শেষ হয় না যদি তিনি হন সন্ধ্যা মুখোপাধ্যায়।


              ******


রচনাকাল - ১৬/০২/২০২২