চার ফুট টেবিলে ছ'ফুট শরীর -
অফিস টেবিলে শুয়ে কাটছে রাতের পর   রাত
দুঃসময়ে রাত কেটে যায় এভাবেই
শরীরটাকে কুঁকড়ে নিয়ে কোনো রকমে জীবন নির্বাহ ।


ঘরে বসে থাকলে সংসার চলবে কেমন করে
সরকারী কর্মচারী নই যে মাস পয়লায় বেতন মিলবে
কোম্পানি দয়া করে অফিসে থাকার জায়গা দিয়েছে
ঘর সংসার পরিবার ছেড়ে পড়ে আছি কোলকাতায়।


কবে সবকিছু ঠিকঠাক হবে ঈশ্বরই জানেন
ট্রেনের চাকায় কবে গতি আসবে কিছুই জানি না
তবুও বাঁচতে হবে আমাদের লড়াই করে
পরিবারের জন্যে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতেই হবে ।


পাখিদের কলতানে জেগে উঠবে নতুন ভোর কবে
আবার সব্বাই হাসবো মনের দরজা খুলে
মুক্ত আকাশে পাখিরা খুলছে ডানা ...
বেঁচে থাকার জন্যে আমাদের সব্বাইকে বাঁচতেই হবে।


            **********


রচনাকাল - ০৩/০৭/২০২০