এক পশলা বৃষ্টিতে ধুয়ে গেছে অস্ততিকর গরম
ভিজে মাটির গন্ধে মঁ মঁ করছে কঠিন পৃথিবী
শরীর মন দুইই ভিজছে এক পশলা বৃষ্টিতে।


মেঘ ফালা ফালা করে বিদ্যুৎ চমকায়
বজ্রপাতে অস্থির আধুনিক জনজীবন –
বহু মানুষের প্রাণহানি হৃদয়কে ব্যথিত করে।


উদাসীন চোখে তাকিয়ে জল ভরা মেঘ
জানালায় আসছে বৃষ্টির ঝাট ...
ভিজে যাচ্ছে ঘরের অর্ধেক বিকলাঙ্গ শরীর!


নদীর বুকে ভেসে চলে পাল তোলা নৌকা
ভিজে একসা এক ঝাঁক সাদা বকের দল
বিকেল গড়িয়ে নামছে বৃষ্টি ভেজা সন্ধ্যা।


এক পশলা বৃষ্টিতে ধুয়ে গেছে অলীক অভিমান
মন কেমন করা বিকেলে যেন এক টুকরো হাসি
ক্রমশ কমছে তাপমাত্রা তীব্র দাবদাহ থেকে মুক্তি!


         *******