পুব জানালায় ভোরের পাখি করছে কলতান
সূর্য্যি মামা উঠছে হেসে শিশুর ভাঙাবে অভিমান।


শিশির ভেজা সবুজ মাঠে ছুটছে শিশুর দল
খেলার মাঠ থাকুক বেঁচে শিশুরা জানেনা ছল।


এক পৃথিবী হাসি নিয়ে বাঁচুক জাতির আশা
শিশুরা যেন শ্রমিক না হয় ওরাই আলোর দিশা।


ছোট্ট শিশু হবে বড় রাখবে দেশের মান
হৃদয় দুয়ারে হাজারো স্বপ্ন বাস্তবে হবেনা ম্লান!


সব শিশুরই সমান অধিকার বলছে দেশের আইন
ভাঙছে আইন অ-সভ্য মানুষ ক’জন দেবে ফাইন!


হাসছে শিশু খেলছে শিশু যেন চাঁদের হাট
হাত বাড়িয়ে দাওনা সবাই হাসুক খেলার মাঠ।


       ********


রচনাকাল – ১২/০৭/২০২০