এক পৃথিবী খিদে নিয়ে কাঁদছে শিশুটি
বুকের মধ্যে এক আকাশ অভিমান –
অভুক্ত কান্না ক্রমশ শুকিয়ে যায় গালে
রঙ করা মুখ নয়, ওটাই সভ্যতার মুখ!


জীবন বড় কঠিন, জানেনা বোঝেনা সে
অন্তর্ভেদী নদীর মত প্রবাহিত হয় শিশুর বুকে
স্বয়ং ঈশ্বর কী ঘুমিয়ে শিশুর মধ্যে -
নচেৎ এতো কান্নাতেও ঘুম ভাঙে না কেন!


এক চিলতে রোদ্দুর উঁকি দেয় খোলা উঠোনে
হিমেল বাতাসে কাঁপছে শিশুর শৈশব
পরনে শীত পোশাক নেই বললেই চলে
তবুও জীবন চলে আপন উন্মদনা দিয়ে ...


শীতের মৌতাত নিতে পারে না অসহায় মানুষ
এক পৃথিবী খিদেই তাদের জীবন কুরে কুরে খায়
পায় না খেতে দুমুঠো ভাত কিংবা বাসী রুটি
রঙ করা জীবনে সবই আছে চাহিদার থেকেও অনেক বেশী!


               ******