নিভৃতে খামে ভরা নিরলস বিকেলের রোদ্দুর
নদীর কূলে বসে দেখিছি ঢেউয়ের ছন্দ ...
নতুন সভ্যতার জন্যে শুধুই অনন্ত প্রতীক্ষা!


মেঘলা আকাশে সপ্তর্ষিমণ্ডল খুঁজে লাভ নেই
সুখ স্বপ্ন ভালবাসা সবই মায়ার খেলা ...
এক সরোবর সুখের আশায় বেধেছি ঘর।


ভালোলাগা মুহূর্তগুলো বুকের মণিকোঠায় কুড়িয়ে রাখি
জীবনের ভবিতব্য ভেবে কী লাভ –
পাখির পালকের মত হাওয়ায় ভাসিয়ে দাও হৃদয়ের স্বপ্ন।


চাঁদের শরীরের কলঙ্ক মানুষের প্রতিচ্ছবি
জ্যোৎস্নায় আলোকিত চরাচরে ভুলে যায় কলঙ্ক দাগ
বেঁচে থাকার অঙ্গীকারই মুক্তির পথ ...


হতাশায় ডুবে থাকা জীবনেও মাঝে মাঝে রোদের ঝিলিক
লক্ষ ঢেউ পেরিয়ে মানুষ বাঁচতে চায় –
একটা সময় কষ্টগুলো মানুষের গা-শোয়া হয়ে যায়!


         ******